Old school Easter eggs.
Om Nama Shibai
Coollogo com-30710997

-JAGO HINDU JAGO-


10469839 1453070378305631 6702783766790291002 n

HOME
A Hari Krishna Mp3
How To Worship God
108 Names Of ShreeKrishna
A Bengali Sad Lovestory
=[Back 2 Home]=

- Jai Shree Krishna -
1185910 10201868301848615 577116825 n 1
ভক্তিভরে শ্রীকৃষ্ণের ১০৮ টি নাম
পাঠ করুন এবং পাঠ করান
করজোড়ে হৃদয়ভরে সবে একসাথে বলুন -
জয় শ্রী কৃষ্ণ
হরে কৃষ্ণ হরে কৃষ্ণ
কৃষ্ণ কৃষ্ণ হরে হরে
হরে রাম হরে রাম
রাম রাম হরে হরে ।

জয় জয় গোবিন্দ গোপাল গদাধর।
কৃষ্ণচন্দ্র কর দয়া করুণাসাগর।।
জয় রাধে গোবিন্দু গোপাল বনমালী।
শ্রীরাধার প্রাণধন মুকন্দ মুরারি।।
হরিনাম বিনে রে গোবিন্দু নাম বিনে।
বিফলে মনুষ্য জন্ম যায় দিনে দিনে।।
দিন গেল মিছে কাজে রাত্রি গেল নিদ্রে।
না ভজিনু রাধাকৃষ্ণ চরণার বিন্দে।।
কৃষ্ণ ভজিবার তরে সংসারে আইনু।
মিছে মায়ায় বদ্ধ হ’য়ে বৃক্ষসম হৈনু।।
ফলরূপে পুত্র কন্যা ডাল ভাঙ্গি পড়ে।
কালরূপে সংসারেতে পক্ষী বাসা করে।।
যখন কৃষ্ণ জন্ম নিল দৈবকী উদরে।
মথুরাতে দেবগণ পুষ্পবৃষ্টি করে।।
বসুদেব রাখি এলো নন্দের মন্দিরে।
নন্দের আলয়ে কৃষ্ণ দিনে দিনে বাড়ে।।


১ শ্রীনন্দ রাখিল নাম নন্দের নন্দন।
২ যশোদা রাখিল নাম যাদু বাছাধন।।
৩ উপানন্দ নাম রাখে সুন্দর গোপাল।
৪ ব্রজবালক নাম রাখে ঠাকুর রাখাল।।
৫ সুবল রাখিল নাম ঠাকুর কানাই।
৬ শ্রীদাম রাখিল নাম রাখাল রাজা ভাই।।
৭ ননীচোরা নাম রাখে যতেক গোপিনী।
৮ কালসোনা নাম রাখে রাধা-বিনোদিনী।।
৯ কুজ্বা রাখিল নাম পতিত-পাবন হরি।
১০ চন্দ্রাবলী নাম রাখে মোহন বংশীধারী।।
১১ অনন্ত রাখিল নাম অন্ত না পাইয়া।
১২ কৃষ্ণ নাম রাখেন গর্গ ধ্যানেতে জানিয়া।।
১৩ কন্বমুনি নাম রাখে দেব চক্রপাণী।
১৪ বনমালী নাম রাখে বনের হরিণী।।
১৫ গজহস্তী নাম রাখে শ্রীমধুসূদন।
১৬ অজামিল নাম রাখে দেব নারায়ন।।
১৭ পুরন্দর নাম রাখে দেব শ্রীগোবিন্দ।
১৮ দ্রৌপদী রাখিল নাম দেব দীনবন্ধু।।
১৯ সুদাম রাখিল নাম দারিদ্র-ভঞ্জন।
২০ ব্রজবাসী নাম রাখে ব্রজের জীবন।।
২১ দর্পহারী নাম রাখে অর্জ্জুন সুধীর।
২২ পশুপতি নাম রাখে গরুড় মহাবীর।।
২৩ যুধিষ্ঠির নাম রাখে দেব যদুবর।
২৪ বিদুর রাখিল নাম কাঙ্গাল ঈশ্বর।।
২৫ বাসুকি রাখিল নাম দেব-সৃষ্টি স্থিতি।
২৬ ধ্রুবলোকে নাম রাখে ধ্রুবের সারথি।।
২৭ নারদ রাখিল নাম ভক্ত প্রাণধন।
২৮ ভীষ্মদেব নাম রাখে লক্ষ্মী-নারায়ণ।।
২৯ সত্যভামা নাম রাখে সত্যের সারথি।
৩০ জাম্বুবতী নাম রাখে দেব যোদ্ধাপতি।।
৩১ বিশ্বামিত্র নাম রাখে সংসারের সার।
৩২ অহল্যা রাখিল নাম পাষাণ-উদ্ধার।।
৩৩ ভৃগুমুনি নাম রাখে জগতের হরি।
৩৪ পঞ্চমুখে রাম নাম গান ত্রিপুরারি।।
৩৫ কুঞ্জকেশী নাম রাখে বলী সদাচারী।
৩৬ প্রহ্লাদ রাখিল নাম নৃসিংহ-মুরারী।।
৩৭ বশিষ্ঠ রাখিল নাম মুনি-মনোহর।
৩৮ বিশ্বাবসু নাম রাখে নব জলধর।।
৩৯ সম্বর্ত্তক নাম রাখে গোবর্দ্ধনধারী।
৪০ প্রাণপতি নাম রাখে যত ব্রজনারী।।
৪১ অদিতি রাখিল নাম আরতি-সুদন।
৪২ গদাধর নাম রাখে যমল-অর্জুন।।
৪৩ মহাযোদ্ধা নাম রাখি ভীম মহাবল।
৪৪ দয়ানিধি নাম রাখে দরিদ্র সকল।।
৪৫ বৃন্দাবন-চন্দ্র নাম রাখে বিন্দুদূতি।
৪৬ বিরজা রাখিল নাম যমুনার পতি।।
৪৭ বাণী পতি নাম রাখে গুরু বৃহস্পতি।
৪৮ লক্ষ্মীপতি নাম রাখে সুমন্ত্র সারথি।।
৪৯ সন্দীপনি নাম রাখে দেব অন্তর্যামী।
৫০ পরাশর নাম রাখে ত্রিলোকের স্বাম।।
৫১ পদ্মযোনী নাম রাখে অনাদির আদি।
৫২ নট-নারায়ন নাম রাখিল সম্বাদি।।
৫৩ হরেকৃষ্ণ নাম রাখে প্রিয় বলরাম।
৫৪ ললিতা রাখিল নাম বাদল-শ্যাম।।
৫৫ বিশাখা রাখিল নাম অনঙ্গমোহন।
৫৬ সুচিত্রা রাখিল নাম শ্রীবংশীবদন।।
৫৭ আয়ন রাখিল নাম ক্রোধ-নিবারণ।
৫৮ চন্ডকেশী নাম রাখে কৃতান্ত-শাসন।।
৫৯ জ্যোতিষ্ক রাখিল নাম নীলকান্তমণি।
৬০ গোপীকান্ত নাম রাখে সুদাম ঘরণী।।
৬১ ভক্তগণ নাম রাখে দেব জগন্নাথ।
৬২ দুর্বাসা নাম রাখে অনাথের নাথ।।
৬৩ রাসেশ্বর নাম রাখে যতেক মালিনী।
৬৪ সর্বযজ্ঞেশ্বর নাম রাখেন শিবানী।।
৬৫ উদ্ধব রাখিল নাম মিত্র-হিতকারী।
৬৬ অক্রুর রাখিল নাম ভব-ভয়হারী।।
৬৭ গুঞ্জমালী নাম রাখে নীল-পীতবাস।
৬৮ সর্ববেত্তা নাম রাখে দ্বৈপায়ণ ব্যাস।।
৬৯ অষ্টসখী নাম রাখে ব্রজের ঈশ্বর।
৭০ সুরলোকে নাম রাখে অখিলের সার।।
৭১ বৃষভানু নাম রাখে পরম ঈশ্বর।
৭২ স্বর্গবাসী নাম রাখে সর্ব পরাৎপর।।
৭৩ পুলোমা রাখেন নাম অনাথের সখা।
৭৪ রসসিন্ধু নাম রাখে সখী চিত্রলেখা।।
৭৫ চিত্ররথ নাম রাখে অরাতি দমন।
৭৬ পুলস্ত্য রাখিল নাম নয়ন-রঞ্জন।।
৭৭ কশ্যপ রাখেন নাম রাস-রাসেশ্বর।
৭৮ ভাণ্ডারীক নাম রাখে পূর্ণ শশধর।।
৭৯ সুমালী রাখিল নাম পুরুষ প্রধান।
৮০ পুরঞ্জন নাম রাখে ভক্তগণ প্রাণ।।
৮১ রজকিনী নাম রাখে নন্দের দুলাল।
৮২ আহ্লাদিনী নাম রাখে ব্রজের গোপাল।।
৮৩ দেবকী রাখিল নাম নয়নের মণি।
৮৪ জ্যোতির্ম্ময় নাম রাখে যাজ্ঞবল্ক্য মুনি।।
৮৫ অত্রিমুনি নাম রাখে কোটি চন্দ্রেশ্বর।
৮৬ গৌতম রাখিল নাম দেব বিশ্বম্ভর।।
৮৭ মরীচি রাখিল নাম অচিন্ত্য-অচ্যুত।
৮৮ জ্ঞানাতীত নাম রাখে শৌনকাদিসুখ।।
৮৯ রুদ্রগণ নাম রাখে দেব মহাকাল।
৯০ সুরগণ নাম রাখে ঠাকুর দয়াল।।
৯১ সিদ্ধগণ নাম রাখে পুতনা-নাশন।
৯২ সিদ্ধার্থ রাখিল নাম কপিল তপোধন।।
৯৩ ভাদুরি রাখিল নাম অগতির গতি।
৯৪ মৎস্যগন্ধা নাম রাখে ত্রিলোকের পতি।।
৯৫ শুক্রাচার্য্য নাম রাখে অখিল বান্ধব।
৯৬ বিষ্ণুলোকে নাম রাখে দেব শ্রীমাধব।।
৯৭ যদুগণ নাম রাখে যদুকুলপতি।
৯৮ অশ্বিনীকুমার নাম রাখে সৃষ্টি-স্থিতি।।
৯৯ অর্য্যমা রাখিল নাম কাল-নিবারণ।
১০০ সত্যবতী নাম রাখে অজ্ঞান-নাশন।।
১০১ পদ্মাক্ষ রাখিল নাম ভ্রমরী-ভ্রমর।
১০২ ত্রিভঙ্গ রাখিল নাম যত সহচর।।
১০৩ বংকচন্দ্র নাম রাখে শ্রীরূপমঞ্জরী।
১০৪ মাধুরা রাখিল নাম গোপী-মনোহারী।।
১০৫ মঞ্জুমালী নাম রাখে অভীষ্টপুরণ।
১০৬ কুটিলা রাখিল নাম মদনমোহন।।
১০৭ মঞ্জরী রাখিল নাম কর্ম্মব্রহ্ম-নাশ।
১০৮ ব্রজব নাম রাখে পূর্ণ অভিলাস।।


দৈত্যারি দ্বারিকানাথ দারিদ্র-ভঞ্জন।
দয়াময় দ্রৌপদীর লজ্জা-নিবারণ।।
স্বরূপে সবার হয় গোলকেতে স্থিতি।
বৈকুন্ঠে ক্ষীরোদশারী কমলার পতি।।
রসময় রসিক নাগর অনুপম।
নিকুঞ্জবিহারী হরি নবঘনশ্যাম।।
শালগ্রাম দামোদর শ্রীপতি শ্রীধর।
তারকব্রহ্ম সনাতন পরম ঈশ্বর।।
কল্পতরু কমললোচন হৃষীকেশ।
পতিত-পাবন গুরু জ্ঞান-উপদেশ।।
চিন্তামণি চতুর্ভুজ দেব চক্রপাণি।
দীনবন্ধু দেবকী নন্দন যাদুমনি।।
অনন্ত কৃষ্ণের নাম অনন্ত মহিমা।
নারদাদি ব্যাসদেব দিতে নারে সীমা।।
নাম ভজ নাম চিন্ত নাম কর সার।
অনন্ত কৃষ্ণের নাম মহিমা অপার।।
শততার সুবর্ণ গো কোটি কন্যাদান।
তথাপি না হয় কৃষ্ণ নামের সমান।।
যেই নাম সেই কৃষ্ণ ভজ নিষ্ঠা করি।
নামের সহিত আছে আপনি শ্রীহরি।।
শুন শুন ওরে ভাই নাম সংকীর্তন।
যে নাম শ্রবণে হয় পাপ বিমোচন।।
কৃষ্ণনাম হরিনাম বড়ই মধুর।
যেই জন কৃষ্ণ ভজে সে বড় চতুর।।
ব্রহ্ম-আদি দেব যারেঁ ধ্যানে নাহি পায়।
সে ধন বঞ্চিত হলে কি হবে উপায়।।
হিরণ্যকশিপুর উদর-বিদরণ।
প্রহ্লাদে করিল রক্ষা দেব নারায়ণ।।
বলীরে ছলীতে প্রভু হইলা বামন।
দ্রৌপদীর লজ্জা হরি কৈলা নিবারণ।।
অষ্টোত্তর শতনাম যে করে পঠন।
অনায়াসে পায় রাধা কৃষ্ণের চরণ।।
ভক্তবাঞ্ছা পূর্ণকারী নন্দের নন্দন।
মথুরায় কংস-ধ্বংস লঙ্কায় রাবণ।।
বকাসুর বধ আদি কালীয়-দমন।
নরোত্তম কহে এই নাম সংকীর্ত্তণ।

734371 544845878903553 1759083402 n

Powered By : STN WAP

1535390 519625544821177 483367235 n 2
© JaiHindu.Tk 2014